আমরা কাজের শুরুতে ৫০% এবং ফাইনাল কাজের দিন বাকি ৫০% পেমেন্ট নিয়ে থাকি। প্রথম দিন ডেমো ভোকাল নেওয়া হবে।এরপর মিউজিক বানাতে সময় দিতে হবে ২/৩ দিন, তার পর ফাইনাল ভোকাল এবং এর সাথে স্টুডিও ভার্সন মিউজিক ভিডিও এর শুটিং নেওয়া হবে।মোট ৭-১০ দিনে মিউজিক ফাইল পাবেন। আউটডোর মিউজিক ভিডিও এর শুটিং এর ক্ষেত্রে মোট ১০-১৫ দিন সময়ে লাগবে । আবার আপনার সময়ের বাধা থাকলে আপনি চাইলে এক দিন ফাইনাল ভোকাল দিয়ে গান বানিয়ে নিতে পারবেন।সেক্ষত্রে আমাদের আগে থেকে জানিয়ে রাখতে হবে ।